চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৯২ বস্তা (২৭৮৫ কেজি) সরকারি আতপ চাল জব্দ করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালায়। এ ঘটনায় দোকান পরিচালনাকারী সাইফুল ইসলামকে তিন মাসের জেল এবং পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।