October 6, 2025, 8:27 am
আন্তর্জাতিক :
For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION

সিনেমা দিয়ে আবারো আলোচনায় নার্গিস

For: TEST MISSION

নাটক ও সিনেমার গুণী একজন অভিনেত্রী নার্গিস। অভিনেত্রী ছাড়াও তার আরো একটি পরিচয় তিনি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার ছোট বোন। চলচ্চিত্রে নার্গিসের শুরুটা হয়েছিল একজন নায়িকা হয়ে। পরবর্তীতে নায়িকা থেকে বহু চলচ্চিত্রে বোন, ভাবী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন।

নির্মাতা মাসুদ পথিকের আহ্বানে সাড়া দিয়ে নার্গিস ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছিলেন। আর এই সিনেমায় অভিনয়ের জন্যই তিনি প্রথমবারের মতো ‘পার্শ্ব চরিত্রে’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন ২০২০ সালে। তবে নার্গিসকে এখনো নিয়মিত কাজে পাওয়া যায় না। এর কারণ কী তিনি নিজেও জানে না। নার্গিসের ধারণা তার সময়কালের অনেক প্রযোজক, পরিচালক নাটকে এবং চলচ্চিত্রে নেই বলে তিনিও খুব একটা ডাক পান না কর্মক্ষেত্রে।

এরই মধ্যে তিনি রাসেল সিকদারের নির্দেশনায় একটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিন-চারদিন আগেই রাজধানীর উত্তরায় বিজ্ঞাপনটি শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ের আলোচিত চার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সিনেমাগুলো হচ্ছে ‘তাণ্ডব’, ‘দাগী’, ‘নীলচক্র’ ও ‘নন্দিনী’ সিনেমা।

নার্গিস বলেন, ‘জীবনে অনেক নাটক সিনেমায় অভিনয় করেছি। টুকটাক বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। সাম্প্রতিক সময়ের চারটি সিনেমাতে অভিনয় করে আমি বেশ সাড়া পেয়েছি। বিশেষত তান্ডব, দাগী ও নীলচক্র’তে কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। ধন্যবাদ জানাই প্রতিটি সিনেমার পরিচালক, প্রযোজকদের। নন্দিনী সিনেমাটিও খুব ভালো। দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ নির্মাতা রাসেল শিকদার’কে নতুন বিজ্ঞাপনে আমাকে কাজ করার সুযোগ করে দেবার জন্য। সত্যি বলতে কী এখন কাজের মাঝেই থাকতে ভালোলাগে। কাজের মাঝে থাকলেই সুস্থ থাকি।’

নার্গিস ছোটবেলায় কমার্শিয়াল স্টেজ শোগুলোতে তিনি অভিনয় করতেন। তার অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘কুয়াশার কান্না’। এরপর আরো বহু মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনের ‘আয়না’ সিরিজে তিনি অভিনয় করেছেন। পাশাপাশি ‘বউ কথা কও’, ‘হীরামন’-এ অভিনয় করেছেন। ১৯৭৩ সালে খান আতাউর রহমান প্রযোজিত ‘ঝড়ের পাখি’ সিনেমাতে হোসনে আরা থেকে নার্গিস হয়ে অভিনয় শুরু করেন। ‘ঝড়ের পাখির’র পর নার্গিস ‘অবদান’, ‘গুনাহগার’, ‘চম্পাচামেলী’, ‘ভাই আমার ভাই’, ‘আদালত’, ‘নোলক’, ‘ফকির মজনু শাহ’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘রং বেরং’, ‘মায়ার বাঁধন’, ‘সারেং বউ’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘কলংকিনী’, ‘রামের সুমতি’,‘ সংঘর্ষ’, ‘পিঞ্জর’সহ আরো বহু চলচ্চিত্রে অভিনয় করেন। নার্গিসের নিজের প্রিয় চলচ্চিত্র শিবলী সাদিক পরিচালিত ‘নোলক’।

বিষয়:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইক পেজ