For: TEST MISSION
ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ২ নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর চারটি দৈনিক পত্রিকা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন আহ্বান করা হয়।
বিজ্ঞাপনে আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ ছিল। ডিজিটাল ব্যাংক স্থাপনার লক্ষ্যে আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয় বিবেচনায় ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।