কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের হোটেল কক্স হিলটনে পরিবেশবান্ধব আবাসন নিয়ে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে ‘সবুজ ট্রেড’।
সভায় সভাপতিত্ব করেন সান হলিডেস লিমিটেডের পরিচালক মো. শামীম শেখ। প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সান হলিডেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান মারুফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফুল হক হিরা, জনাব সোলাইমান কবির ভুঁইয়া, জনাব সাব্বির হোসেন সোহাগসহ ১৫ জন শীর্ষ উদ্যোক্তা ও নীতিনির্ধারক।
বক্তারা বলেন, ঢাকা ও বড় শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসন সংকটও বাড়ছে। এ সংকট সমাধানে টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণ এখন সময়ের দাবি। উদ্যোক্তারা জানান, তাদের লক্ষ্য আগামীতে ৫০০ পরিবারের জন্য সবুজ ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণ করা।
প্রকল্পে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ, পুনঃব্যবহার এবং পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের শহুরে জীবনযাত্রাকে টেকসই ও স্বাস্থ্যকর করে তুলবে। পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় জনগণও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আলোচনাসভায় ভবিষ্যতেও এই ধরনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।